মিথাচার

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ২০ নভেম্বর, ২০১৩, ০৪:৪৬:১৯ বিকাল

সংবাদপত্রে, টিভি সংবাদে, টুক-শোতে ইদানিং একটি কথা বহুল প্রচারিত যে, বিরোধিদল সহিংসতা করছে, হরতাল করে জন জীবন বিসন্ন করছে। আপনি যদি আপনার এলাকায় দেখেন বিরোধি দল কোথাও মিটিং করছে অথবা মিছিল নিয়ে এগুচ্ছে অমনি প্রশাসন তাদেরকে বাধা দেয় বিরোধিদল অনুরোধ করার পরও প্রশাসন তাদের বাধা অব্যাহত রাখে এবং শক্তি প্রয়োগ করে। ফলে উত্তেজনার সৃষ্টি হয় এক সময় তা সহিংসাতায় রূপ নেয়। যদি প্রশাসন বিরোধিদলকে মিটিং মিছিল করতে দিত সহিংসতা সৃষ্টি হত না, তারা মিটিং মিছিল করে চলে যেত। হ্যাঁ বিরোধীদল একদিক থেকে আসছে এবং সরকারীদল অন্যদিক থেকে আসছে আর তাদের মধ্যে মারামারি হওয়ার সম্ভাবনা থাকলে অথবা বিরোধিদল মিছিলের নামে মানুষ হত্যা করছে, কারো দোকান লুট করছে অথবা সাধারণ মানুষকে পিটাচ্ছে তখন পুলিশ বিরোধিদলকে হটিয়ে দেয়ার সময় সহিংসতা হলে তা প্রচার করলে সবাই মেনে নিত। বাস্তবেতো সেরকম কিছু ঘটছে না। বরং পুলিশ ও প্রশাসন সপ্রনোধিত হয়ে সহিংসতা বাঁধাচ্ছে। তাহলে কি সহিংসতা বিরোধিদল করছে না কি প্রশাসন করছে। কে করছে? আপনারাই বলুন।

বিষয়: বিবিধ

৭৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File